এখুনি কারুর সাথে কথা বলতে চান?
- বিনীমূল্য, গোপনীয় আইন সংক্রান্ত পরামর্শ প্রাপ্ত করুন
08001 225 6653এ কল করুন - সোমবার থেকে শুক্রবার, সকাল 9 টা থেকে বিকেল 8:00
- শনিবার, সকাল 9টা থেকে দুফুর 12.30 পর্যন্ত
- প্রতি মিনিট/4পী’র দর থেকে কল করুন - কিংবা এমন ব্যবস্থা করুন যাতে আমরা আপনাকে ফেরত ফোন করতে পারি
আপনার এলাকাতে একটি আইন সংক্রান্ত পরামর্শদাতা কে খুঁজুন
চার্জ বা অর্থমূল্য
কোনো চার্জ বা অর্থমূল্য দিতে হবে কি?
এই ডাইরেক্টরিতে আছে এরকম অনেক প্রতিষ্ঠান কিছু বা বেশিরভাগ সেবা বিনামূল্যে দিয়ে থাকে। অন্যান্যরা তাদের সেবার জন্য অর্থ নিয়ে থাকে।
কোনো একটি প্রতিষ্ঠানের চার্জের বিষয়ে তথ্য আপনি ডাইরেক্টরিতে পেতে পারেন। কোয়ালিটি মার্ক (Quality Mark) আছে এরকম সব প্রতিষ্ঠান তাদের সাথে আপনার কথা বলার শুরুতেই আপনাকে তাদের চার্জের কথা অবশ্যই জানিয়ে দেবে।
আইনি সাহায্য (লিগ্যাল এইড) (কমিউনিটি লিগ্যাল সার্ভিস ফান্ড (Community Legal Service Fund) হিসেবেও পরিচিত)
যেসব মানুষজন লিগ্যাল সার্ভিসের খরচ বহন করতে পারেন না তাদেরকে লিগ্যাল এইড (Legal aid) সাহায্য করে থাকে, যদি তারা কিছু নির্দিষ্ট শর্তাবলী পূরণ করে থাকেন। আপনার কেইসের বা মামলার খরচ হিসেবে কিছু অর্থ আপনাকে দেয়ার জন্য বলা হতে পারে।আপনার এ্যাডভাইজার/ উপদেষ্টা এ বিষয়ে আপনাকে আরো বিশদ বলতে পারবেন।
লিগ্যাল এইড বা আইনি সাহায্যের জন্য আপনি যোগ্য কিনা তা দেখার জন্য আপনি লিগ্যাল এইড ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
বিনামূল্যে সেবাসমূহ
অনেক প্রতিষ্ঠান, যেমন সিটিজেন এ্যাডভাইস ব্যুরো (Citizens Advice Bureaux) এবং ল সেন্টার (Law Centres) বিনামূল্যে সেবা দিয়ে থাকে।তবু, প্রতিষ্ঠানের খরচ বহন করার জন্য হয়তো আপনাকে কিছু চার্জ পরিশোধ করতে হবে, যেমন ফটোকপি করার খরচ।
বিনামূল্যে প্রাথমিক সাক্ষাত্কার
অনেক প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ের জন্য (সাধারণত 30 মিনিটের জন্য) প্রাথমিক এ্যাডভাইস/ উপদেশ বিনামূল্যে দিয়ে থাকে।যেমন, এ্যাকসিডেন্ট লাইন (Accident Line) স্কিম যারা কোনো দুর্ঘটনায় পড়ে ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছেন তাদেরকে বিনামূল্যে একজন সলিসিটরের সাথে প্রাথমিক সাক্ষাতকারের সুযোগ দিয়ে থাকে। এ্যাকসিডেন্ট লাইন স্কিমের সাথে কোন সলিসিটররা আছেন তা ডাইরেক্টরিতে দেখা যায়।এ্যাকসিডেন্ট লাইন সম্পর্কে আরো তথ্যের জন্য আপনি তাদের ফ্রি টেলিফোন হেল্পলাইন 0500 192939 নাম্বারে ফোন করতে পারেন।
নির্ধারিত-ফি সাক্ষাতকার
কিছু সলিসিটর নির্ধারিত ফি-র বিনিময়ে (সাধারণত 30 মিনিটের জন্য) সাক্ষাতকার দিয়ে থাকেন।
সলিসিটরের চার্জ
সলিসিটররা বিভিন্নভাবে চার্জ নিয়ে থাকেন, এরমধ্যে রয়েছে ঘন্টাভিত্তিতে খরচ, নির্ধারিত ফি এবং পারসেন্টেজ বা শতকরা হারে ফি। মামলা বা কেইসের শুরুতে, সলিসিটর আপনাকে মামলার সম্ভাব্য খরচ অবশ্যই বলবেন এবং কীভাবে এই চার্জ হিসাব করা হবে তা জানাবেন। মামলার পুরোটা সময় জুড়ে সলিসিটর আপনাকে জানাবেন এ পর্যন্ত কতটা খরচ লাগলো।
প্রো বোনো (Pro Bono)
অনেক আইনজীবি কিছু সেবা বিনামূল্যে দিয়ে থাকেন; একে বলে 'প্রো বোনো'। প্রো বোনো বিষয়ে আপনি আরো বেশি তথ্য এইসব ওয়েবসাইট থেকে জানতে পারেন:
- সলিসিটরস প্রো বোনো গ্রুপ (লওয়ার্কস প্রজেক্টস) (Solicitors Pro Bono Group (´LawWorks´ projects))
- বার প্রো বোনো ইউনিট (ব্যারিস্টারস) (Bar Pro Bono Unit (barristers))
- ফ্রি রিপ্রেজেন্টেশন ইউনিট (ইমিগ্রেশন এ্যান্ড এম্প্লয়মেন্ট) Free Representation Unit (immigration and employment)
ট্রেড ইউনিয়ন এবং মটরিং প্রতিষ্ঠানসমূহ
ট্রেড ইউনিয়ন এবং মটরিং প্রতিষ্ঠানসমূহ যেমন এএ (AA) এবং আরএসি (RAC) কম-মূল্যে বা বিনামূল্যে সদস্যদেরকে আইনি পরামর্শ বা লিগ্যাল এ্যাডভাইস দিয়ে থাকে।